
ভিরিরি, Bengal Bushlark
By: Samrat Sarkar
Category: Bird
Aperture: | f/5 |
---|---|
Focal Length: | 500mm |
ISO: | 500 |
Shutter: | 1/0 sec |
Camera: | Canon EOS 7D |
ছোট্ট, চড়ুই-এর আকারের এই পাখিটা একমাত্র চাষের মাঠেই দেখা যায়। প্রধানত মাটির ওপর হেঁটে হেঁটে ঘাসের বীজ, পোকামাকড় খায়। মাটিতেই বাসা বাঁধে। সুন্দর শিস দিয়ে ডাকে।
ফটোগ্রাফার সম্রাট সরকার।
attribution share-alike creative common license 3.0
Advertisements
অসাধারন কাজ ! কুর্ণিশ না জানিয়ে পারলাম না। গুগুলে এমনি সার্চ করতে করতে পেলাম এই সাইটটা । যেমন অসাধারন ছবি গুলো, তেমনি সুন্দর ঝরঝরে বাংলায় লেখা । এমন কাজ খুব বেশী হয়েছে বলে মনে হয়না। পাখির নাম গুলো বাংলায় দেওয়া বলে আমার মত নভিসের আগ্রহ আরও বেড়ে গেল। পাখি দেখতে ভাল লাগে। কিন্তু চিনি কটা পাখি? আমার বাড়ির আশেপাশে এদের অনেককেই দেখি…… নাম জানা ছিল না বলে দুঃখ ছিল। এবার ওদের আরও ভাল করে দেখার-চেনার ইচ্ছে বেড়ে গেল। ধন্যবাদ ।